Wednesday, January 21, 2026

সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজের অধ্যক্ষকে ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উপহার

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জি’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও নববর্ষের প্রকাশনা সামগ্রী উপহার প্রদান করেছে সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজের ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

আজ ১৫ জানুয়ারি ২০২৬ রোজ বৃহস্পতিবার বেলা বারোটায় সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজে অধ্যক্ষ ও অধ্যাক্ষের সাথে তারা সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দেবহাটা উত্তর থানা শাখার সভাপতি রোকনুজ্জামান রোকন, সেক্রেটারি সাফায়াত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দেবহাটা থানা ও সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজের
ছাত্রশিবিরের সভাপতি মোঃ বেলার হোসেন বলেন, আজ আমরা কলেজ প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। নতুন বছরের প্রকাশনা সামগ্রী উপহার দেওয়ার মাধ্যমে আমরা শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে আমাদের দায়বদ্ধতাও তুলে ধরতে চাই। কলেজের সার্বিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে আমরা ইতিবাচক ভূমিকা রাখতে চাই। প্রশাসনের সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের সবসময় অনুপ্রাণিত করে। সামনে আমরা আরও গঠনমূলক কার্যক্রম হাতে নিতে চাই, যাতে কলেজের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article