Saturday, January 31, 2026

খালেদা জিয়ার জানাজায় ১১০ বছরের বৃদ্ধ

Must read

 

দক্ষিন বাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মাদারীপুরের কালকিনি উপজেলা সদর থেকে ঢাকায় গিয়েছেন ১১০ বছরের বৃদ্ধ মৌলভী আব্দুর রশিদ।

আজ ৩১ ডিসেম্বর ২০২৫ রোজ বুধবার রাজধানীর কারওয়ানবাজার সড়কে তার দেখা মেলে।

মৌলভী আব্দুর রশিদ বলেন, আমি জিয়াউর রহমানের ভক্ত ছিলাম। তার দেশপ্রেমে আমি মুগ্ধ হতাম। জিয়ার মৃত্যুর পর তার জানাজায়ও অংশগ্রহণ করেছিলাম। তখনো লাখ লাখ মানুষ হয়েছিল। জিয়ার মৃত্যুর পর তার দেশপ্রেম দেখেছি খালেদা জিয়ার মধ্যে। তিনি কখনো নৈতিকতাকে বিসর্জন দেননি।

নিজের বয়স ১১০ বছর উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া হাজারও জেল-জুলুম অত্যাচারের শিকার হয়েও কখনো আপস করেননি। তার মতো নেত্রী বাংলাদেশের মাটিতে আর জন্ম নেবে বলে মনে হয় না। বাংলাদেশ খাঁটি একজন দেশপ্রেমিক হারাল। খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে না পারলে আফসোস থেকে যেত। তাই এই শরীর নিয়েও চলে এসেছি।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আজ ৩১ ডিসেম্বর ২০২৫ রোজ বুধবার বেলা ৩টা ৫ মিনিটে সম্পন্ন হয়েছে। মানিক মিয়া এভিনিউতে বুধবার বেলা ৩টা বেজে ৩ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয়। খালেদা জিয়ার জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

জানাজাকে কেন্দ্র করে বেলা ৩টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউয়ের আশপাশ, বিজয় সরণি, খামার বাড়ি, কারওয়ানবাজার, ফার্মগেট, শাহবাগ, মোহাম্মদপুর পর্যন্ত লোকে-লোকারণ্য হয়ে ওঠে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article