আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলায় গোদাড়ায় চার দলীয় চেয়ারম্যান কাপ নক-আউট ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ ডিসেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার গোদাড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় খুলনা রেহান সোহান ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আশাশুনি উপজেলার গোদাড়া যুব সংঘ স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ফাইনালে খুলনা রেহান সোহান ফুটবল একাদশ ২–১ গোলে হাজীপুর ইয়াং স্টার ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।
খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাতক্ষীরা–৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আ. হান্নান পাড় ও আজগর আলী গাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আবু বক্কর সিদ্দিক।
