Friday, November 28, 2025

আশাশুনিতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহে প্রাণীসম্পদ প্রদর্শনী ও র‌্যালী

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ’২৫ উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ নভেম্বর ২০২৫ রোজ বুধবার সকালে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের সামনে থেকে র্যালী বের হয়ে একই স্থানে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুস সালাম। ” জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণীসদেশীম্পদে হবে উন্নতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষি সম্প্রারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, পিআইও আমিনুর ইসলাম, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ, সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সন্যাসি মন্ডল, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার শিরিন আক্তার, খামারী দিপু ঘোষ, মল্লিকা মন্ডল মন্ডল। এসময় বক্তারা বলেন প্রতিদিনের খাদ্য তালিকায় প্রাণীসম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দৈনিন্দন পুষ্টির চাহিদা পুরণ করে। পাশাপাশি একজন খামারী তার পরিবারের চাহিদা পুরণ করে জাতীয় জীবনেও গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করতে পারে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article