Friday, November 28, 2025

কাদাকাটিতে এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী শোডাউন ও পথসভা

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াত মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী প্রচারনা, মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ নভেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার বেলা ১১ টায় কাদাকাটি হলদেপোতায় মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। ইউনিয়ন আমির মাওঃ আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারি আলী হায়দারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক। বিকাল ৩ টায় কাদাকাটি মিত্রতেঁতুলিয়া থেকে মোটর সাইকেল শোডাউন শুরু হয়ে হলদেপোতা, খেজুরডাঙ্গা, গাবতলা, কাটাখালী, বৈরমপুর, তেঁতুলিয়া বাজার, টেকারামচন্দ্রপুর, বলাবুনিয়া, শাহনগর সড়ক প্রদক্ষিন করে যদুয়ারডাঙ্গায় গিয়ে শেষ হয়। বিকাল ৪ টায় যদুয়ারডাঙ্গা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির মাওঃ আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারি আলী হায়দার ও সহ-সেক্রেটারী সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। অন্যদের মধ্যে জেলা কর্মপরিষদ সদস্য জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, সেক্রেটারি মাওঃ আব্দুল গাফফার, উপজেলা নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা, নায়েবে আমীর মাওঃ মোশাররফ হোসেন, প্রভাষক দীপ্র কুমার মন্ডল, মোঃ রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article