Friday, November 28, 2025

সাতক্ষীরায় শহীদ স্মৃতি কলেজের শিক্ষকদের সাথে সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ এঁর মতবিনিময়

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের প্রাণপ্রিয় জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফের সাথে শহীদ স্মৃতি কলেজের শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ নভেম্বর ২০২৫ রোজ সোমবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের শহীদ স্মৃতি কলেজের আয়োজনে কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীপক কুমার মল্লিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের হাত দিয়ে সাতক্ষীরা অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে কি কি করনীয় সেবিষয়ে আমার সকল অভিজ্ঞতা আছে। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা থাকলে অবশ্যই আমি সাতক্ষীরা-২ আসনে বিজয় লাভ করব। আমরা আগে জোটবদ্ধ ভাবে নির্বাচন করেছি। ধানের শীষে ভোট দেয়নি। এবার আমরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছি। সাতক্ষীরার মাটি জামাতের ঘাঁটি নয়, সাতক্ষীরার মাটি জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের ঘাঁটি। আপনারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদ স্মৃতি কলেজের সহকারী অধ্যাপক মো. আমজাদ হোসেন, অমিত কুমার চক্রবর্তী ও কলেজের শিক্ষক আলমগীর কবির বাবু প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদ স্মৃতি কলেজের শিক্ষক তপন কুমার ঘোষ।

এসময় ঝাউডাঙ্গা কলেজের শিক্ষক, দলীয়-কর্মী সমর্থক এবং ইউনিয়ন এিনপিরর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article