আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁকড়ায় মসজিদের অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ নভেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার আসরের নামাজের পর কোনার বাঁকড়ায় মন্দিরের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মসজিদের মুসল্লি ও সাধারণ জনগনের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মধ্য বাঁকড়া সরদারবাড়ি জামে মসজিদের সভাপতি ডাঃ আব্দুল মজিদ, ক্যাশিয়ার মইনুদ্দীন মাস্টার, হাফিজুল ইসলাম, ইবাদুল হোসেন ও প্রবাসী নবাব আলীর ভাই তোতা সরদার। সভাপতি ডাঃ আঃ মজিদ বলেন, প্রবাসী নবাব ৬০ বস্তা মাটি ও ১০ হাজার টাকা মসজিদে দেওয়ার জন্য ভুট্টোর কাছে দেন। কিন্তু ভুট্টো ১০ বস্তা সিমেন্ট দিলেও একটি টাকাও দেয়নি। ক্যাশিয়ার মইনদ্দীন বলেন, আমি, মসজিদের সভাপতি, সেক্রেটারী, ইমাম সাহেব নবাবের শ্বশুর বাড়িতে যাই নবাবের কাছ থেকে সহযোগিতার জন্য। তারা ভুট্টোর সাথে যোগাযোগ করতে বলেন। যোগাযোগ করার পর পরবর্তীতে ১০ হাজার টাকা দেয়, কিন্তু সিমেন্ট দেয়নি। ৬০ ব্যাগ সিমেন্ট সে মেরে দিয়েছে। হাফিজুল ইসলাম বলেন, ভুট্টো প্রবাসী নবাবের সবকিছু দেখাশোনা করতো। কিন্তু সে ঠিকভাবে দায়িত্ব পালন না করে দুর্নীতি করেছে। গতকাল (সোমবার) গভীর রাতে তাকে অনৈতিক কাজের অভিযোগে আটক করা হয় বলে দাবী করেন এবং এ সংক্রান্ত ভিডিও দেখান। নবাবের ভাই তোতা সরদার তার বক্তব্যে বলেন, তার ভাই ভুট্টোকে দিয়ে জমাজমি কেনাকাটাসহ বিভিন্ন কাজ করাত। কিন্তু সে ব্যাপক দুর্নীতি করেছে। ওদের মসজিদের জন্য ৫ লক্ষ টাকা দিয়েছে, কিন্তু সে মাত্র দেড় লাখ টাকার খরচ দেখিয়েছে। এ পর্যন্ত সে জমি ক্রয়, দানের টাকাসহ প্রায় ৬০/৭০ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে তিনি দাবী করেন। এমনকি অনৈতিক কর্মকান্ড ও রাজনৈতিক প্রভাবে হুমকী ধামকীর অভিযোগ রয়েছে বলে বক্তাগণ জানান। বক্তাগণ, তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অভিযোগের ব্যাপারে বক্তব্য নিতে ভুট্টোর মোবাইলে বারবার যোগাযোগ করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
