আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় রেইন ফর লাইফ প্রকল্পের আওতায় বিশুদ্ধ ও নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করতে উপকারভোগিদের মাঝে পানি সংরক্ষণ সরঞ্জাম বিতরন করা হয়েছে। আজ ১১ নভেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার সকালে বুধহাটা ব্র্যাক অফিস প্রাঙ্গণে সরঞ্জাম বিতরণ করা হয়।
ব্র্যাকের মাঠ পর্যায়ের কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপকারভোগীদের হাতে পানির ট্যাংকি, পাইপলাইন ও প্রয়োজনীয় আনুষঙ্গিক সামগ্রী তুলে দেন ব্র্যাক কর্মকর্তাবৃন্দ। বিতরণ অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, ব্র্যাক সবসময় সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থেকে টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। রেইন ফর লাইফ প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করতে মানুষকে সচেতন ও স্বনির্ভর করে তোলাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
