আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনির শ্রীউলায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টে কোমরপুর চ্যাম্পিয়ন হয়েছে।
আজ ১১ নভেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা শ্রীউলা ফুটবল মাঠে ওয়াইএমই ক্লাবের আয়োজনে লক্ষ টাকার ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কোমরপুর যুব সংঘ বনাম মুকন্দপুর এ্যামাজিন ক্লাব মুখোমুখি হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী সাবেক এমপি আল. কাজী আলাউদ্দীন। ওয়াইএমই ক্লাবের উপদেষ্টা মাষ্টার আমিনুল ইসলাম বুলুর সভাপতিত্বে খেলা চলাকালিন উপস্থিত ছিলেন, বিএনপির নেতৃবৃন্দ, ক্লাবের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং হাজারো দর্শকবৃন্দ। খেলায় কোমরপুর যুব সংঘ ১-০ গোলে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ০৯ সেটের বিদেশী ও দেশের জাতীয় দলের খেলোয়াড়দের সমন্বয়ে উভয় দল গঠিত খেলা পরিচালনা করেন রেফারি বরুন কুমার সানা এবং সহকারি রেফারী আনিছুর রহমান ও উত্তম কুমার মন্ডল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
