সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নে জামায়াতে ইসলামী’র উদ্যোগে ইউনিয়ন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ নভেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার সন্ধ্যায় জেলা জামায়াতের অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইন’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ওসমান গনি’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান।বিশেষ অতিথি ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আনিছুর রহমান।
বক্তারা বলেন, ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় প্রতিটি নেতা-কর্মীকে সচেতন, ত্যাগী ও দায়িত্বশীল হতে হবে। সংগঠনের কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে তৃণমূল পর্যায়ে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান তারা।
