সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় নাজমুল হাসান (৩৮) নামের এক চোখের ডাক্তারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুর রহমানের নেতৃত্বে আজ ০৮ অক্টোবর ২০২৫ রোজ বুধবার দুপুরে উপজেলার চৌরঙ্গী মোড়স্থ ব্র্যাক ভিশন সেন্টারে এ অভিযান চালানো হয়।
অভিযান সুত্রে জানা গেছে, ডুমুরিয়া বাজারের চৌরঙ্গী মোড়স্থ ব্র্যাক ভিশন সেন্টারে বসতেন নাজমুল হাসান নামে এক চোখের ডাক্তার। তার কথা ও ব্যবহারে বোঝাতেন তিনি ব্র্যাক সংস্থার নিয়োগপ্রাপ্ত ডাক্তার। রোগীর প্রেসক্রিপসানের বেলাও ব্যবহার করতেন ব্র্যাকের সিল সম্বলিত মেডিসিন প্যাড। কিন্তু প্রকৃত পক্ষে তিনি ব্র্যাক সংস্থার ডাক্তার ছিলেন না। তিনি সম্পূর্ণ বে-আইনী ও গোপনীয় ভাবে ওখানে বসে ডাক্তারি করছিলেন। যার সত্যতা পেয়ে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনের ৪৫ ধারা মতে অভিযুক্ত নাজমুল হাসানের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।