সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : “আমি কন্যাশিশু-স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে ডুমুরিয়ায় পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫। দিবসটি উপলক্ষ্যে আজ ০৮ অক্টোবর ২০২৫ রোজ বুধবার বেলা ১১টায় উপজেলা সম্প্রসারিত হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, সমাজ সেবা অফিসার সুব্রত বিশ্বাস, পরিসংখ্যাণ কর্মকর্তা মোঃ আবু হাসান শেখ, দারিদ্র বিমোচন কর্মকর্তা শেখ গাউস আলী, সমাজ সেবক মুফতি আব্দুল কাউয়ুম জমার্দ্দার, জামাতে ইসলামীর যুব সংগঠনের এস এম আলমগীর হুসাইন, ছাত্র সমন্বয়ক তৌকির আহমেদ সাগর প্রমুখ।