Thursday, October 16, 2025

শ্যামনগরে দৈনিক দেশ জনতার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Must read

 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : দৈনিক দেশ জনতার শ্যামনগর পরিবারের উদ্যোগে পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ ০৫ অক্টোবর ২০২৫ রোজ রবিবার সন্ধ্যায় দেশ জনতার শ্যামনগর উপজেলা কার্যালয়ে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে দেশ জনতার নিজস্ব প্রতিবেদক এবিএম কাইয়ুম রাজ- এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কওছার, দৈনিক সংগ্রামের শ্যামনগর প্রতিনিধি প্রভাষক হুসাইন বিন আফতাব, অনলাইন নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, সাংবাদিক আব্দুস সালাম, সাংবাদিক ওয়ালিউল্লাহ, সাংবাদিক আবু রায়হান প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, দৈনিক দেশ জনতা স্বচ্ছ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে পত্রিকাটি আরও নিরপেক্ষ ও ইতিবাচক সাংবাদিকতা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ পত্রিকাটির আগামী দিনের সাফল্য কামনা করেন এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
উল্লেখ্য, অনলাইন নিউজ পোর্টাল www.deshjantabd.com দেশের সর্বশেষ খবর, রাজনীতি, সমাজ, শিক্ষা, বিনোদনসহ বিভিন্ন বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করে আসছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article