Thursday, October 16, 2025

উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Must read

 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : আজ ২৯ সেপ্টেম্বর ২০২৫ রোজ সোমবার সকাল ১০ টায় দাতা সংস্থা সিডা’র অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশন্যালের সহযোগিতায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ফেনী জেলার ফুলগাজী উপজেলার ফুলগাজী সদর, মুন্সীরহাট ও দরবারপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ৮৭০ জন উপকারভোগীর মাঝে শর্তহীন নগদ টাকা ও হাইজিন কিটস প্রদান প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা ও ইউনিয়ন এডমিনিসট্রেশনের সাথে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উত্তরণের ফ্যাসিলিটেটর শেখ মেহেদী হাসানের সঞ্চালনায় অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফুলগাজী উপজেলার নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তার। সভায় আরও উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন-এর প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান, উল্লেখিত তিনটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানগণ, প্রশাসনিক কর্মকর্তাগণ, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইমাম ও শিক্ষক ম-লী এবং উত্তরণ এর প্রকল্প স্টাফবৃন্দ।
এসময় উপস্থিত সকলেই উল্লেখিত কার্যক্রম হাতে নেয়ার জন্য দাতা সংস্থা সিডা, সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন ও বাস্তবায়নকারী সংস্থা উত্তরণকে আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত পিছিয়ে পড়া পরিবারের মধ্যে প্রকৃত অসহায় মানুষকে চিহ্নিত করে ৮৭০টি পরিবারকে নগদ ৬ হাজার টাকা এবং ৩ হাজার টাকার সমমূল্যের হাইজিন কিট সহায়তা প্রদান করা হবে। এছাড়াও বিতরণের সময় উপকারভোগীদের স্বাস্থ্যবিধি রক্ষা এবং প্রদত্ত অর্থ সঠিকভাবে ব্যয়ের দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে একটি সচেতনতামূলক সেশনও আয়োজন করা হবে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article