তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আক্তার হোসেন’র সরকারি প্রকল্পের টাকা আত্মসাত সহ নানান দূর্নীতি এবং অনিয়মের সংবাদ সংগ্রহকালে দৈনিক যশোর বার্তা’র নিজস্ব প্রতিবেদক ও দৈনিক যশোর বার্তা’র মফস্বল সাংবাদিক ফোরামের অর্থ সম্পাদক মোল্লা ওবায়দুর রহমানকে হুমকি প্রদান করা হয়েছে। স্বাধিন সাংবাদিকতায় বাঁধা প্রদান এবং সাংবাদিককে হুমকি প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ সহ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরার তালা রিপোর্টার্স ক্লাব। এক বিবৃতিতে তালা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক নারায়ন মজুমদার, সাবেক সভাপতি মীর জাকির হোসেন, সাবেক সহ-সভাপতি ইন্দ্রজিৎ দাস বাপী, সাবেক সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, সিনিয়র সদস্য জয়দেব চক্রবর্তী, পি.এম. গোলাম মোস্তফা, মিজানুর রহমান, প্রভাষক এস.আর. আওয়াল, বাবলুর রহমান, রফিকুল ইসলাম, মো. হাফিজুর রহমান, ফারুক সাগর, মো. বায়েজীদ হোসেন, শাহিনুর রহমান, আরিফ বিল্লাহ, বাহারুল ইসলাম, শেখ সিদ্দিক, রিপন হোসেন, গোলাম রাব্বানী, শেখ বাবলুর রহমান ও রেশমা খাতুন প্রমুখ অবিলম্বে হুমকিদাতা ইউপি সদস্য আক্তার হোসেনকে গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানিয়েছেন।