আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ইউনিয়ন পরিষদ ও বাজার কমিটির সক্ষমতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ সেপ্টেম্বর ২০২৫ রোজ রবিবার সকাল ১০.৩০ টায় সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, ওয়াটার এইড বাংলাদেশ ও সুইস কন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় রূপান্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। কর্মশালায় সভাপতিত্ব করেন, সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম। বিষয়ের সার্বিক দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, জেন্ডার এন্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট সিনিয়র অফিসার বনানী দাশ গুপ্ত বাসন্তী ও ইউওএমও মোঃ মিনহাজুল হক। কর্মশালায় বাজার বণিক সমিতির সভাপতি জাকির হোসেন প্রিন্স, সিনিঃ সহ সভাপতি ইয়াহিয়া ইকবাল, সাবেক সেক্রেটারী জাহিদুল ইসলাম বাবু, মেম্বার শাহীনুর আলম, তারিকুল আওয়াল সেজে, তারক চন্দ্র মন্ডল, তপন কুমার সরকার, আঃ সালাম, মহানন্দ, মহিলা মেম্বার শরিফা খাতুন, ময়না খাতুন, উদ্যোক্তা তৈয়েবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা, বাজারে স্বাস্থ্য সম্মত ব্যবস্থাপনা, পলিথিন, প্লাস্টিক দ্রব্য ব্যবহার কমিয়ে বিকল্প দ্রব্যের ব্যবহার, পচনশীল ও কঠিন বর্জ্য নির্দিষ্ট পৃথক স্থানে ফেলানোর ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।