Thursday, October 16, 2025

তালায় হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াত ইসলামীর মতবিনিমিয়

Must read

 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : আসন্ন শারদীয়া দূর্গা পূজা উপলক্ষ্যে তালা উপজেলার দূর্গা পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে জামায়াত ইসলামীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা জামায়াত ইসলামীর আয়োজনে, আজ ২৭ সেপ্টেম্বর ২০২৫ রোজ শনিবার সকালে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে এই সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা ও আগামী সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে দলের মনোনিত প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তিনি হিন্দু ধর্মালম্বীদের উদ্ধেশ্যে বলেন, মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে কোনও পাহারা দেওয়ার প্রয়োজন নাহলে হিন্দু সম্প্রদায়ের পূজা মন্ডবে কেনো পাহারা দিতে হবে!
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী এমন একটি সমাজ বিনির্মাণ করতে চায় যেখানে সকল ধর্মের লোকজন সমানভাবে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করবে এবং শতভাগ সাস্প্রদায়িক সম্প্রীতি বাজায় থাকবে। তিনি বলেন, ইতোমধ্যে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সময়ে তাদের পাশে দাড়িয়ে জামায়াত ইসলাম একথার প্রমাণ রেখেছে।
তালা উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী ইদ্রিস আলীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের আমীর মাও. মফিদুল্লাহ, ডা. আফতাব উদ্দীন, সাবেক চেয়ারম্যান অধ্যাপক আয়ুব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলার সভাপতি মাষ্টার আমিনুর রহমান, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলতাপ হোসেন ও রামকৃষ্ণ চক্রবর্তী, তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, বীর মুক্তিযোদ্ধা অমল ঘোষ, মেম্বর শংকর কুমার দাশ প্রমুখ।
মতবিনিময় সভায় তালা উপজেলার শারদীয়া দূর্গা পূজা মন্দির পরিচালনা কমিটির সভাপতি সেক্রেটারী সহ এলাকার বিভিন্ন শ্রেণির হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article