তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : আসন্ন শারদীয়া দূর্গা পূজা উৎসবমূখর পরিবেশে সম্পন্ন করার দায়িত্বে নিয়োজিত তালা উপজেলার অঙ্গিভূত আনসার সদস্যদের আইন-শৃঙ্খলা বিষয় বিফ্রিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজেন, আজ ২৭ সেপ্টেম্বর ২০২৫ রোজ শনিবার বেলা ১২টার দিকে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার’র সভাপতিত্বে ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. আশরাফুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তিনি তালা উপজেলার ১৯৬টি পূজা মন্ডপের আইন-শৃঙ্খলা রক্ষার সহায়ক হিসেবে নিয়োজিত ১ হাজার ১৪৬জন অঙ্গিভূত নারী ও পুরুষ আনসার সদস্যদের আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার বিষয়ে সরকারি কঠোর নির্দেশনা প্রদান সহ বিশেষ নির্দেশনা প্রদান করেন।
তালা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হালিমা খাতুন’র তত্বাবধানে ব্রিফিং অনুষ্ঠানে থানা প্রশিক্ষক অনন্ত্য মন্ডল, প্রশিক্ষিকা শিরিানা খাতুন, উপজেলা কোম্পানী কমান্ডার মো. গোফুর সরদার সহ অঙ্গিভূত আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তালা উপজেলায় এবছর ১৯৬টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। মন্ডপগুলোর নিরাপত্তায় পুলিশ সহ অঙ্গিভূত আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন। চলতি বছরে ১৯৬টি মন্ডপের মধ্যে ১৩টি মন্ডপ ঝুঁকিপূর্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে।