আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা জেলার আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
“DRR Activities” প্রকল্পের আওতায়, বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর সহযোগিতায় এবং সুশীলনের বাস্তবায়নে দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বৈধকরণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম। অনুষ্ঠানে ফিল্ড থেকে কমিউনিটির ঝুঁকি হ্রাসের জন্য যে স্কিমগুলো উঠে এসেছে, সে বিষয়ে আলোচনা উপস্থাপন করেন ডিআরআর কো-অর্ডিনেটর ইমরান হোসেন।