Friday, November 28, 2025

পাইকগাছায় শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার ঐতিহ্যবাহী শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। আজ ২০ সেপ্টেম্বর ২০২৫ রোজ শনিবার সকালে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রোজবাড কিন্ডারগার্টেন স্কুল মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার ও প্রভাষক বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংকের ব্যবস্থাপক হাদিসুজ্জামান, প্রাক্তন শিক্ষক অখিল কুমার সরকার, রূপসী বাংলা সাহিত্য পরিষদের সভাপতি অশোক কুমার ঘোষ, উপকূল সাহিত্য পরিষদের সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম কচি, মৌচাক সাহিত্য পরিষদের খলিলুর রহমান, প্রধান শিক্ষক অনিতা রাণী মন্ডল, সাবেক শিক্ষক জিন্নাতুন্নেছা পান্না, আব্দুল গফফার, প্রভাষক সোমা রায়, সাবেক কাউন্সিলর আসমা আহমেদ, নিসচা সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাবেক ব্যাংক কর্মকর্তা প্রজিৎ কুমার রায়, বিভাসিন্দু সরকার, এডভোকেট রাশনা শারমিন আঁখি, নার্গিস বানু, কবি জিএম এমদাদ হোসেন, পঞ্চানন সরকার, সমীরণ ঢালী, সুলতানা রহমান হেনা, মাসুমা আক্তার, আফসিনা সিদ্দিকা, প্রভাষক এস রোহতাব উদ্দিন আহমেদ, সুশান্ত বিশ্বাস, সঙ্গীত শিল্পী কৃষ্ণা ব্যানার্জি, শিক্ষার্থী সুমাইয়া, সৈয়দা তানহা জেরিন মৌ, সৃষ্টি কবিরাজ, ত্রিদিপ্তা সানা তাসা, রাফসান, হিতৈষী আহমেদ ও স্নেহা। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article