Friday, November 28, 2025

দেবহাটার নাংলা উত্তর নওয়াপাড়া সরঃ প্রাথঃ বিদ্যাঃ রাস্তার বেহাল দশা: শিক্ষার্থীদের চরম ভোগান্তি

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার নাংলা উত্তর নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটির কোনো সংস্কার না হওয়ায় সৃষ্টি হয়েছে খানাখন্দ, কাদাপানিতে ভরে আছে পুরো পথ। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে পথচারীদের সাথে বিদ্যালয়ের ছোট ছোট ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। সরেজমিনে দেখা গেছে, উপজেলার নাংলা উত্তর নওয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি উপজেলা সদর থেকে আনুমানিক সাড়ে ৩ কিলোমিটারের দুরত্ব। এটি নওয়াপাড়া ইউনিয়নের আওতাভুক্ত। স্কুলটিতে যেতে প্রধান সড়ক থেকে একটি ইট সোলিং রাস্তা আছে। ইট সোলিং রাস্তাটি আনুমানিক ২ শত ফুট বা তার একটু বেশি হতে পারে। এখানে একটি সাইক্লোন সেন্টার আছে। ইট সোলিং রাস্তাটির মাঝে মাঝে এমন অবস্থা স্কুলগামী শিক্ষার্থীদের যেকোন সময় পার্শ্ববর্তী পুকুরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বর্ষাকালে প্রতিদিনই কোমলমতি শিশুরা ভেজা কাপড়ে ও কষ্ট করে স্কুলে পৌঁছায়। বৃষ্টির দিনে এই দুর্ভোগ আরও ভয়াবহ রুপ নেয়। শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। স্থানীয় অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীরা দ্রুত রাস্তাটি পাকা করার দাবি জানিয়েছেন উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি। এবিষয়ে নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন বলেন, তিনি গতবছর এখানে একটি বরাদ্দ দিয়েছিলেন। কিন্তু এবছর বর্ষাকালে আবারো নষ্ট হয়ে গেছে। তিনি অবিলম্বে এবিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানান। একটি চলাচলযোগ্য রাস্তা শিশুদের শিক্ষার পথকে সহজ করতে পারে এই দাবি বাস্তবায়নে জরুরি পদক্ষেপ প্রয়োজন নেয়া হবে বলে ভুক্তভোগীরা আশাবাদ ব্যক্ত করেছেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article