তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার ৩ ব্যবসায়ী কে জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বিক্রয়, মূল্য তালিকা না টানানো এবং মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার অপরাধে তাদের আর্থিক দন্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন আজ ১৮ সেপ্টেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের প্রাণ কেন্দ্র জিরোপয়েন্ট এলাকার মিষ্টি এবং ফলের দোকানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় মিষ্টি ব্যবসায়ী কনক কুমার ঘোষ কে ৩ হাজার, ফল ব্যবসায়ী শাহদাৎ হোসেন কে ৩ হাজার এবং আরিফুর রহমান কে ১ হাজার সহ মোট ৭ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল ও পেশকার তুহিন বিশ্বাস।
