আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে অন লাইন পোটাল “আপন বাংলার” ১২ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ সেপ্টেম্বর ২০২৫ রোজ শনিবার বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সমেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান বলেন, “স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের যে সমস্ত গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীরা রাজপথে থেকে নিউজ কাভারেজ করেছে এবং প্রচার করেছে তারা সবাই জুলাই যোদ্ধা। গণমাধ্যমের পাশাপাশি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে যে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বৈরাচারের মুখোশ উন্মোচনে কাজ করেছে তাদের অবদান বিএনপি কখনো ভুলবেনা। শেখ তারিকুল হাসান আরও বলেন, বিএনপির নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে গণমাধ্যম বান্ধব। সাংবাদিক সমাজ সঠিক বস্তুনিষ্ঠ খবর পরিবেশন ও তথ্য সংগ্রহে কেউ কোথাও বাঁধাগ্রস্থ করলে তাকে ছাড় দেওয়া হবে না।
প্রধান আলোচকের বক্তব্যে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, সাতক্ষীরা জুড়ে যখন স্বৈরাচার কর্তৃক বিরোধী দলকে দমন পিড়নের স্টিম রুলার চলছে তখন হাতেগোনা কিছু মিডিয়া আমাদের কর্মকান্ড দেশ ও জাতির কাছে প্রচার করেছে তার মধ্যে আপন বাংলা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামীতে সাংবাদিকরা নির্ভয়ে নির্বিঘ্নে সংবাদ পরিবেশন করতে পারে সেবিষয়ে আমরা রাজনৈতিক ব্যক্তিরা সর্বদা সচেষ্ট থাকবো।
“আপন বাংলার” নিউজ পোটালের কর্ণধর আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চলের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. কামরুজ্জামান ভুট্টো, জেলার কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা বিএনপির সদস্য আসিফুর রহমান তুহিন, প্রফেসর আতাউর রহমান, আশাশুনি উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাবেক সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক এসকে হাসান, জেলা ওলামা দলের সভাপতি আনিসুর রহমান আজাদী, খুলনা জেলা ওলামা দলের সদস্য সচিব আবু মুসা, বিএনপি নেতা আবু হেনা মোস্তফা কামাল, এডঃ গোলাম গনি দুদু, খায়রুল আহসান, জাকির হোসেন বাবু, শাহরিয়ার জামান, সাংবাদিক সমীর রায়, আকাশ হোসেন, লিংকন আসলাম, সাহেব আলী, মাহবুবুল হাসনাইন টুটুলসহ প্রেস ক্লাবের সকল সদস্য, মিজানুর রহমান, খালিদুজ্জামান টিপু, শফিকুল ইসলাম, খালিদ মাহমুদ, আশিকুজ্জামান, আবদুল মজিদ, সাজিনুর প্রমুখ।