আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : জুলাই গণ অভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের সাথে আশাশুনিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ সেপ্টেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ, প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, জেলা স্বাস্থ্য কমিটির সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহবায়ক মুজাহিদুর রহমান, আহত জুলাই সৈনিক আঃ রহমান, আমান উল্লাহ, হাবিবুর রহমান, রাশেদ হোসেন প্রমুখ আলোচনা রাখেন। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় সকলের বক্তব্য, সদস্যাবলী মনযোগ সহকারে শ্রবন করেন এবং আগামীতে সমস্যা উত্তরোণ ও আহতদের কল্যাণে যাকিছু করা সম্ভব করার প্রত্যাশা ব্যক্ত করেন।