আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি ইউসিসিএ লিঃ এর ত্রিবার্ষিক নির্বাচনে ৭ জন মনোনয়নপত্র ক্রয় করেছেন। আজ ২১ আগস্ট ২০২৫ রোজ বৃহস্পতিবার মনোয়নপত্র ক্রয়ের শেষ দিনে ৮টি পদের বিপরীতে ৭টি পদে ৭ জন মনোনয়নপত্র ক্রয় করেন।
নির্বাচন কমিশন এর সভাপতি জেলা সমবায় দপ্তরের পরিদর্শক মুর্শিদ আলম জানান, ৮টি পদে নির্বাচনের জন্য তফশীল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ ২১ আগস্ট ২০২৫ রোজ বৃহস্পতিবার সভাপতি পদে ২ জন আব্দুল মান্নান ও নাজমুল হুদা, সহ-সভাপতি পদের বিপরীতে ১ জন এবং ৬ সদস্য পদের বীপরীতে ৪ জন মনোনয়নপত্র ক্রয় করেছেন। মনোনয়নপত্র জামাদানের তারিখ ২৫ আগস্ট সোমবার। সেহেতু, সহ সভাপতি পদে একজন এবং ৬ সদস্য পদের মধ্যে ৪টিতে ৪ জন মনোনয়নপত্র ক্রয় করায় এবং সকলে মনোনয়নপত্র জমা দেন তবে সহ সভাপতি ও সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন।
এসময় নির্বাচন কমিশনের সদস্য আব্দুল্লাহ আল কাফি ও সন্যাসী মন্ডল উপস্থিত ছিলেন।