আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনির শ্রীউলায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
আজ ২১ আগস্ট ২০২৫ রোজ বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের নাকতাড়া-কালীবাড়ী সার্জনীন কালি মন্দির প্রাঙ্গনে ইউনিয়ন কমিটি গঠন কল্পে সধীর কৃষ্ণ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, আশাশুনি উপজেলা শাখার আহবায়ক তুষার কান্তি বোস পিঙ্কাই। সদস্য অনুরুদ্ধ মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কমিটির যুগ্ম-আহবায়ক ভবেন্দ্র নাথ সরকার, সদস্য সচিব প্রীতিস রায়। অন্যান্যের মধ্যে আলোচনা রাখেন, মেম্বর দীবাকর সেন, সঞ্জয় মিশ্র, উত্তম কুমার গাইন, দেবদাস কুমার গাইন প্রমূখ।
সভায় সর্বসন্মতিক্রমে সঞ্জয় কুমার মিশ্রকে সভাপতি, উত্তম কুমার গাইনকে সাধারণ সম্পাদক, দেবদাস গাইনকে যুগ্ম-সম্পাদক, সুভাষ মন্ডলকে সাংগঠনিক সম্পাদক, দিবাকর সেন ও দেব কুমার মজুমদারকে কার্যনির্বাহী সদস্য করে বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট শ্রীউলা ইউনিয়ন আংশিক কমিটি ঘোষনা করা হয়। ২২ আগস্ট ২০২৫ রোজ শুক্রবার বিকালে আনুলিয়া ইউনিয়ন কমিটি গঠন করা হবে বলে উপজেলা নেতৃবৃন্দ জানান।