আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুলাই ২০২৫ রোজ শনিবার সকাল ৯ টায় বুধহাটা করিম সুপার মার্কেটে শিবির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোশারফ হোসেনের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য হাফেজ আব্দুল্লাহ, বুধহাটা ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমান, হাফেজ আবু হোসাইন বুলবুল, হাফেজ মনিরুজ্জামান, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা নূর মোহাম্মদ। এছাড়া বিভিন্ন ইউনিয়নের ওলামা বিভাগের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। সভায় মাসিক কর্ম পরিকল্পনার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।