সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় ৩৩ জন কৃতি শিক্ষার্থীকে সম্মানণা ক্রেস্ট ও শ্রেষ্ঠ শিক্ষার্থী সনদ পত্র দেয়া হয়েছে। বরেণ্য এই শিক্ষার্থীরা ২০২২-২৩ সালের এসএসসি ও এইচএসসি সালে যশোর বোর্ড পরীক্ষায় অংশ নিয়ে ছিলেন। আজ ২৬ জুলাই ২০২৫ রোজ শনিবার সকালে উপজেলা সম্প্রসারিত ভবন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (পরিচালক কলেজ ও প্রশাসন উইং) প্রফেসর বি এম আব্দুল মান্নান। আরও উপস্থিত ছিলেন পরিচালক প্রফেসর আনিস-আর-রেজা, উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্রনাথ সানা প্রমুখ। পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম (এসইডিপি) এর আওতায় এ পুরস্কার দেয়া হয়।