Tuesday, August 5, 2025

দেবহাটায় হামদান ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৮

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় মর্মান্তিকভাবে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ থেকে ১৮ জন যাত্রী আহত হয়েছেন। এঘটনায় কেউ নিহত হয়নি বলে খবর পাওয়া গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান ও কয়েকজনকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। আজ ২৬ জুলাই ২০২৫ রোজ শনিবার সকালে উপজেলার চাঁদপুর মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হামদান পরিবহনটি সাতক্ষীরা থেকে কালিগঞ্জের দিকে যাচ্ছিল এবং বিআরটিসি বাসটি বিপরীত দিক থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। চাঁদপুর মাদ্রাসা মোড়ের অদূরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।দেবহাটা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ মতে, সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কটি এখন মরন ফাদে পরিনত হয়েছে। রাস্তার মধ্যে বড় বড় গর্ত তৈরি হয়ে আছে। এই সড়কটি এখন এমন অবস্থা হয়েছে হেটে যাওয়াও কষ্টসাধ্য। একদিকে সড়ক নষ্ট আর অন্যদিকে গাড়ির অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article