Sunday, August 3, 2025

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্যের শোক

Must read

 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা জাতিকে গভীরভাবে শোকাহত করেছে। শিক্ষাপ্রতিষ্ঠান সবসময়ই একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হয়। সেখানে এমন প্রাণঘাতী দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।
তিনি আরও বলেন, যারা এই দুর্ঘটনায় স্বজন হারিয়েছেন, সেইসব শোকসন্তপ্ত পরিবারের প্রতি খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আমি আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত দুর্ঘটনার কারণ নিরুপণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেবে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article