Saturday, August 9, 2025

সাতক্ষীরায় নবাগত জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে রসুলপুর যুব সমিতি

Must read

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় নবাগত জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে রসুলপুর যুব সমিতি। আজ ২১ জুলাই ২০২৫ রোজ সোমবার দুপুরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাকে শুভেচ্ছা জানান রসুলপুর যুব সমিতির কর্মকর্তারা। এ সময় সাতক্ষীরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন রসুলপুর যুব সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান (বিটু), সদস্য মোজাফফর হোসেন, দপ্তর সম্পাদক সাবাজ আলী খোকনসহ সাতক্ষীরা জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রসুলপুর যুব সমিতির সাংগঠনিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং সংগঠনের সার্বিক সহযোগিতা করা আশ্বাস প্রদান করেন।

এ সময় রসুলপুর যুব সমিতির কর্মকর্তারা জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের নামে জেলা পরিষদের অর্থায়নে একটি পাঠাগার নির্মাণ করার দাবি করেন। এ সময় তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article