সাতক্ষীরা প্রতিনিধি : ‘একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক বাংলাদেশ” এমন প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ-এর উদ্যোগে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ এর এক বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়েছে।
২০ জুলাই ২০২৫ রোজ রবিবার সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মাসব্যাপি বৃক্ষরোপণের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।
এসময় রাইট টক বাংলাদেশ-এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতির মোঃ মাসুম বিল্লাহ বলেন, “প্রতিটি গাছ একটি প্রাণ। পরিবেশ রক্ষায় তরুণ সমাজকে সচেতন ও সক্রিয় করতেই আমাদের এই আয়োজন। সবুজ সাতক্ষীরার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন রাইট টক বাংলাদেশ” সাতক্ষীরা জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মাহির শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ও রাহুল বিশ্বাস, স্বাস্থ্য বিষয় সম্পাদক মোঃ আশিকুর রহমান, সদস্য মোঃ ইব্রাহিম খলিল সিয়াম হোসেন প্রমুখ। এসময় সংগঠনের সদস্যরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে দেশব্যাপী তাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।