Saturday, August 9, 2025

জাতীয় মৎস্য পদক পাচ্ছেন পাইকগাছার চিংড়ী চাষি গোলাম কিবরিয়া রিপন

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : মৎস খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি সরুপ জাতীয় মৎস্য পদক পাচ্ছেন পাইকগাছা চিংড়ী চাষি সমিতির সাধারণ সম্পাদক ও রয়্যাল ফিস কালচার এর স্বত্বাধিকারী তরুণ ঘের ব্যবসায়ী গোলাম কিবরিয়া রিপন। ২২ জুলাই চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুস এর কাছ থেকে পদক গ্রহণ করবেন চিংড়ী চাষি গোলাম কিবরিয়া রিপন। ১৭ জুলাই মৎস্য অধিদপ্তরের মহা পরিচালক ভারপ্রাপ্ত ড. মোঃ আব্দুর রউফ স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গোলাম কিবরিয়া রিপন খুলনার বয়রা রায়ের মহল এলাকার মৃত নজির উদ্দীন আহমেদ এর ছেলে। খুলনা বিএল কলেজ থেকে মাস্টার্স পাস করে চাকুরির প্রত্যাশা না করে পিতাকে অনুসরণ করে ২০০১ সালে পাইকগাছায় চিংড়ি পোনা ব্যবসায়ের মাধ্যমে ব্যবসায়িক জীবন শুরু করেন তরুণ উদীয়মান ব্যবসায়ী গোলাম কিবরিয়া রিপন। পোনা ব্যবসায়ে সফলতা পেয়ে তিনি ২০০৭ সালে ১৫০ বিঘা জমি লীজ নিয়ে চিংড়ি চাষ শুরু করেন। চিংড়ি চাষে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকায় তিনি ঘেরের সংখ্যা ও চিংড়ি চাষের পরিধি বাড়াতে শুরু করেন। বর্তমানে তার পাইকগাছা ও কয়রা উপজেলায় ১ হাজার ৮শ বিঘার ৬টি চিংড়ি ঘের রয়েছে। সনাতনী পদ্ধতি পরিহার করে তিনি উন্নত সনাতন পদ্ধতি অনুসরণ করে মৎস্য সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক পরামর্শে চিংড়ি চাষ করছেন। এতে উৎপাদন ভালো হওয়ায় চিংড়ী চাষের মাধ্যমে তিনি উপকূলীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। পোনা ব্যবসা এবং চিংড়ি উৎপাদন থেকে প্রতি বছর তিনি ১০ থেকে ১৫ কোটি টাকা আয় করে থাকেন। তার চিংড়ি ঘের ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করে ৪ থেকে ৫শ লোকের জীবন-জীবিকা নির্বাহ হয়ে থাকে। তাকে অনুসরণ করে অন্যান্য ঘের মালিকরাও উন্নত সনাতন পদ্ধতিতে চিংড়ি চাষ করতে আগ্রহ দেখাচ্ছেন। শ্রেষ্ঠ চিংড়ি চাষী হিসেবে ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে অসংখ্য পুরষ্কার পেয়েছেন গোলাম কিবরিয়া রিপন। ২০১৩, ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে উপজেলা পর্যায়ে এবং ২০২৩ সালে উপজেলা ও জেলা পর্যায়ে মৎস্য অধিদপ্তর থেকে পুরষ্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট পান। এ প্রসঙ্গে গোলাম কিবরিয়া রিপন বলেন, যেকোনো পুরস্কার মানুষ কে তার কর্মক্ষেত্রে উৎসাহিত এবং অনুপ্রাণিত করে। জাতীয় মৎস্য পদকের জন্য মনোনীত হওয়া এটি আমার জীবনের জন্য সৌভাগ্যের অনেক বড় প্রাপ্তি। পদকের জন্য মনোনীত করায় সরকারের প্রধান উপদেষ্টা, মৎস্য অধিদপ্তর এবং চিংড়ী চাষি সহ সকল শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গোলাম কিবরিয়া রিপন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article