আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে বসতবাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন শীর্ষক প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। ০১ জুন ২০২৫ রোজ রবিবার সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এ উপকরণ বিতরণ করে। উপজেলার ২৮৪ জন কৃষক/কৃষাণির প্রত্যেককে ২২ প্রকারের বীজ, চুই ঝাল গাছের চারা দু’টি, প্রয়োজনীয় নেট ও একটি করে প্রদর্শনীর সাইন বোর্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার অতি: উপ পরিচালক (পিপি) কৃষিবিদ মোঃ জামাল উদ্দীন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ, উপ সহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলামসহ সকল উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কৃষকগণ পারিবারিক মডেল পুষ্টি বাগানের জন্য প্রয়োজনীয় উপকরণ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পরিবারের পুষ্টি যোগানোর পাশাপাশি ফসল উৎপাদনের মাধ্যমে পরিবারের সাংসারিক খরচ যোগান দেওয়ার পথ তৈরি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।