তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালায় পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালীন ১০ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল আলীম গাজী (৪৮) কে গ্রেফতার করেছেন থানা পুলিশ। সে পাটকেলঘাটা ওভার ব্রীজ বস্তি এলাকার মোঃ রশীদ গাজীর পুত্র ।
থানা সূত্রে জানাযায়, বুধবার(৮ ই জুন) রাতে তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে থানা এলাকায় অভিযান পরিচালিত । এ সময় মাগুরা ইউনিয়নের বলারামপুর এলাকায় তালা থানার এসআই রাজিব হোসেন সরদার ও এএসআই মোস্তফিজুর সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে আসামী আব্দুল আলীম কে গ্রেফতার করেন। পরে গ্রেফতারকৃত আসামীর শরীরে তল্লাশী পরিচালিত হলে ১০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় মামলা রুজু অন্তে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তালা থানার মামলা নং-১৪।