Thursday, October 16, 2025

৫ দফা দাবিতে তালায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Must read

 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনসহ ৫দফা দাবিতে তালায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তালা উপজেলা জামায়াত ইসলামির আয়োজনে আজ ২৬ সেপ্টেম্বর ২০২৫ রোজ শুক্রবার বিকালে তালা বিদে সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠ হতে বিক্ষোভ মিছিল বের হয়। এরআগে একই স্থলে উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান আতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। এসময় তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আজকের এ সমাবেশ। তিনি- তরুন প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক স্লোগান উপস্থাপন করে বলেন, জামায়াত দেশ শাসনের দায়িত্ব পেলে শুধু মুসলিম নয়, সকল ধর্মের মানুষ এমনকি নারীরাও সবচেয়ে মর্যাদাবান হবেন ইনশাআল্লাহ। এজন্য আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার জন্য আহবান জানান।
উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক সুজায়েত আলী। অন্যান্যের মধ্যে জেলা কর্ম পরিষদ সদস্য ডা. আফতাব হোসেন, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, জামায়াত নেতা অধ্যাপক খলিলুর রহমান, অ্যাডভোকেট মশিয়ার রহমান, মাও. রেজাউল করিম, মো. মুজিবুর রহমান, মাওলানা আকবর হোসেন, মাও. আ. হালিম, মাওলানা কবিরুল ইসলাম, জাহাঙ্গীর হোসাইন, হাফেজ শাহ আলম, ইসলামকাটি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হাকিম, উপজেলা তথ্য ও মিডিয়া সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, সেক্রেটারি মাস্টার নাজমুল হক, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আমিনুর রহমান, উপজেলা ছাত্র শিবির সভাপতি আল জামালুল বান্না প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল তালা সদরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article