তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে আমীর ডাঃ শফিকুর রহমানের পাইকগাছায় আগমন উপলক্ষে পাইকগাছায় জামায়াত ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ ডিসেম্বর ২০২৪ রোজ রোববার সকালে পৌর সদরের আল আমিন ট্রাস্ট দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, কাজী তমজিদ আলম, উপজেলা সহ সেক্রেটারি মাওলানা বুলবুল আহমেদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল খালেক, মাওলানা কামাল হোসেন, এডভোকেট আব্দুল মজিদ ও অধ্যাপক আব্দুল মোমিন সানা। সভায় আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করতে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
