Wednesday, September 17, 2025

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে পাইকগাছায় বিএনপির র‍্যালী ও কনসার্ট অনুষ্ঠিত

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র‍্যালী ও “সবার আগে বাংলাদেশ” শীর্ষক হেভি কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ ডিসেম্বর ২০২৪ রোজ বুধবার বিকাল সাড়ে ৪ টায় পাইকগাছা পুরোনো ঈগল পরিবহন কাউন্টার থেকে কয়েক হাজার নেতা কর্মীদের উপস্থিতিতে বিজয় র‍্যালীটি বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা আসলাম পারভেজ এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এস এম এনামুল হক। সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব এসএম ইমদাদুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান, শেখ বেনজীর আহমেদ লাল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুজামান মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আহমেদ মানিক, পৌর যুবদলের আহ্বায়ক রুস্তম, উপজেলা যুবদলের সদস্য সচিব সাবেক কাউন্সিলর ইমরান সরদার,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যঙ্গেশ্বর কার্তিক, পৌর যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রাসেদ সনি, ইউনুছ মোল্যা, ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, মিজান জোয়াদ্দার, আমিনুর সরদার, কাজী সিরাজ আহম্মেদ, শেখ আবু তালেব, হাবিবুর রহমান মোল্যা, সরদার ফারুক আহম্মেদ, মশিউর রহমান মিলন, শেখ ইব্রাহীম হোসেন, মিজানুর রহমান কিনা, সুজিত, হাবিব, সনি, তালেব,আব্দুল গফুর, সাত্তার, মাষ্টার সন্তোষ ,হাকিম সানা,বিল্লাল,হযরত, ইসরাফিল, কাজী সিরাজ, শামিম আহম্মেদ, শামীম জোয়াদ্দার, কাদের শেখ, জাহিদুর রহমান লিটন, জাহাঙ্গীর শেখ, আবু হানিফ, আবুল কাদের সরদার,ডাঃ তৈয়েবুর গাজী সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে বিজয় র‍্যালী শেষে সন্ধ্যায় পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে “সবার আগে বাংলাদেশ” শীর্ষক হেভি কনসার্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এ সময় পাইকগাছা উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article