Saturday, August 2, 2025

সোহেল তাজের বিয়ের ছবি প্রকাশ, মুহূর্তেই ভাইরাল

Must read

 

দক্ষিন বাংলা ডেস্ক : বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বিয়ে করছেন। সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে ‘আয়রন গার্ল’ হিসেবে পরিচিত শাহনাজ পারভীন শিমুর সঙ্গে বাগদান সম্পন্ন হয় তার।

এবার সে ধারাবাহিকতায় প্রকাশ্যে এলো তাদের বিয়ের ফটোশুটের কিছু ছবি। ছবিগুলো প্রকাশ করেছে ওয়েডিং ফটোগ্রাফি প্রতিষ্ঠান ড্রিম ওয়েভার। প্রতিষ্ঠানটির কর্ণধার ও প্রধান ফটোগ্রাফার মো. মাকসুদুর রহমানও তার ওয়ালে ছবিগুলো শেয়ার করে জানিয়েছেন সোহেল তাজ-শাহনাজ পারভীন শিমুর বিয়ের ফটোশুটের কথা।

 

জানা গেছে, ঠাকুরগাঁওয়ের মেয়ে শিমু মা ও দুই ভাইকে নিয়ে ঢাকায় বসবাস করেন। দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করার সুবাদে সোহেল তাজের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। তারই ধারাবাহিকতায় উভয় পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া।

আজ ১৭ জানুয়ারি ২০২৫ রোজ শুক্রবার তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। বিয়ের আয়োজন ছিল রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাদের মালাবদল করতেও দেখা যায়।

এর আগে গত ডিসেম্বরে ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। ঘটনাটি ঘিরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন।

কনে আয়রন গার্লখ্যাত শিমু সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার।

প্রসঙ্গত, সোহেল তাজ বাংলাদেশের রাজনীতিতেবেশ পরিচিত মুখ। তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ফিটনেস নিয়ে সচেতনতা বাড়াতে সক্রিয় ভূমিকা রেখেছেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article