Sunday, August 3, 2025

সেবায় আমার ধর্ম-‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্রহ্মরাজপুর বড় খামার জামে মসজিদের উন্নয়নকল্পে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ ১৭ জানুয়ারি ২০২৫ রোজ শুক্রবার পবিত্র জুমআ নামাজ শেষে মসজিদের উন্নয়নকল্পে এ অনুদান প্রদান করেন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। এসময় তিনি তার বক্তব্যে বলেন, “সেবায় আমার ধর্ম। মসজিদ আল্লাহর ঘর। আর আমি একজন আল্লাহর বান্দা হিসাবে ছওয়াবের নিয়তে এই মসজিদের সংস্কারের জন্য আমার প্রাণের সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ টাকা অনুদান দিলাম। প্রয়োজনে আরও দেবো। আমার জন্মভূমি ব্রহ্মরাজপুর ইউনিয়নের উন্নয়নে আমি ছাত্র জীবন থেকে কাজ করছি। আমি এ ব্রহ্মরাজপুর ইউনিয়নের সন্তান। এই মাটির প্রতি আমার দায়বদ্ধতা আছে। তাই ব্রহ্মরাজপুর ইউনিয়নবাসীর উন্নয়ন এবং স্মার্ট ইউনিয়ন হিসেবে ব্রহ্মরাজপুরকে গড়ে তুলতে আমি কাজ করছি এবং করবো। আমার কাছে মসজিদ ও মন্দির হলো পবিত্র জায়গা। তাই এই ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়নে আমি সর্বদা কাজ করে যায়। আমি এই এলাকার উন্নয়নে জনকল্যাণে কাজ ধারাবাহিকভাবে করে যাবো। আর স্মার্ট ব্রহ্মরাজপুর ইউনিয়ন গড়তে মসজিদ-মন্দিরের উন্নয়নও অব্যাহত রাখতে কাজ করে যাবো। যেটা আমি নিয়মিত করছি এবং ভবিষ্যতেও করে যাবো।” এর আগে মো. মমিনুর রহমান মুকুল মসজিদটি ঘুরে দেখেন এবং আগত মুসুল্লি ও এলাকাবাসীর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর বড় খামার জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুস সবুর, মোয়াজ্জিন মো. আব্দুস সাত্তার ও জুলফিকার আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article