Tuesday, August 26, 2025

সুন্দরবন কলেজ ছাত্রশিবিরের ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

Must read

 

সরকারি সুন্দরবন আদর্শ কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ আগস্ট ২০২৫ রোজ বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। দিনব্যাপী চলা এ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজ ছাত্রশিবিরের সভাপতি ইমরান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দপ্তর সম্পাদক ইসরাফিল হোসেন, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, স্কুল সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, মিডিয়া সম্পাদক সুলাইমান আবিদ, সদর থানা (উত্তর) ছাত্রশিবিরে সভাপতি এহসানুল মাহবুব সাকিব, সেক্রেটারি জুবায়ের হাসান রাকিব।

জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কলেজের বিভিন্ন বিভাগ থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিকে সমুন্নত রাখতে আয়োজিত এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে গণিত বিভাগ একাদশ এবং রানার্স আপ হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ একাদশ। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা দর্শক হিসেবে খেলাটি উপভোগ করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article