Saturday, August 9, 2025

সার্বক্ষণিক মানুষের সেবা ও জনকল্যাণে কাজ করতে চায়-ব্রহ্মরাজপুরে ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান

Must read

 

নিজস্ব প্রতিনিধি : ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার অনুষ্ঠানে ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। ১২ নভেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার রাতে ব্রহ্মরাজপুর সার্বজনীন পূজা মন্দির কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গণে বিশিষ্ট ব্যবসায়ী শংকর কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হিন্দু মুসলিম আমরা সকলে ভাই ভাই। আপনাদের ও আমাদের জন্মভূমি এবং নাড়ীপোতা বাংলাদেশে। আমরা আপনাদেরকে কখনও সংখ্যালঘু ভাবি না। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ বিনির্মাণে অসাম্প্রদায়িক চেতনার বিকল্প নেই।”
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি নূর ইসলাম গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক তনুপ কুমার সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ব্রহ্মরাজপুর ইউনিয়নের সভাপতি কানাই লাল সাহা, সমাজকমী জুলফিকার আলী, ব্রহ্মরাজপুর কালভৈরব মন্দিরের পুরোহিত আশীষ কুমার বসু প্রমুখ। জগধাত্রী পূজায় বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলী নারী ও পুরুষ ভক্তরা উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article