পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী গদাইপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তোকিয়া গ্রামে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ জানুয়ারি ২০২৬ রোজ মঙ্গলবার বিকেলে উপজেলার গদাইপুর ইউনিয়নের তোকিয়া বাসীর আয়োজনে তোকিয়া শেখ পাড়া মসজিদ চত্বরে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুজিবর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির।
দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য শেখ বেনজির আহমেদ লাল, সরদার ফারুক আহমেদহ, সহকারী অধ্যাপক আলহাজ্ব শহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু সালেহ মোহাম্মদ ইকবাল, স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুদ পারভেজ।
যুবনেতা এস এম সামছুজ্জামানের পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, যুবনেতা রুস্তম আলী, সাবেক ইউপি সদস্য জবেদ আলী গাজী, যুবনেতা জামসেদ হোসেন মুন্না, সাইফুল ইসলাম, হাকিম গাজী, আজু মোল্লা, গদাইপুর মহিলা দলের সভানেত্রী কাজী কাকলি বেগম, জাহানারা বেগমসহ আরো অনেকে।
