মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজে শাখার উদ্যেগে জুলাই শহীদ স্মৃতি আন্ত:শাখা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ আয়োজন করা হয়েছে।
আজ ০১ আগস্ট ২০২৫ রোজ শুক্রবার সকাল ৯টায় সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজ মাঠে খেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী খেলায় সাতক্ষীরা সরকারি কলেজ সেক্রেটারি সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও মোঃ মাসুদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সভাপতি, মুহা. আল মামুন।
এসময় প্রধান অতিথি মুহাম্মদ আল মামুন বলেন, “শরীর ও মনকে সুস্থ রাখতে হলে শারীরিক ব্যায়াম অর্থাৎ খেলাধুলা অত্যন্ত প্রয়োজন।এই খেলাধুলার মাধ্যমে পরস্পরের প্রতি ভ্রাতৃত্ব ও ভালোবাসা বৃদ্ধি পায়”।
এছাড়াও তিনি এই খেলাধুলার মাধ্যমকে দ্বীন কায়েমের আন্দোলন হিসেবে নিয়েই সুন্দরভাবে দুই দলকে খেলা করার পাশাপাশি তিনি তরুণ ছাত্র সমাজকে আগামীতে সুন্দর ,ন্যায় ও ইনসাফভিত্তিক এবং বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে দেশের নেতৃত্ব দেওয়ার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সেক্রেটারি মেহেদী হাসান। এছাড়াও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অতিথিবৃন্দ তরুণ ছাত্রসমাজের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরেন।