বাঁশদহা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ১নং বাঁশদহা ইউনিয়নের কয়ারবিল বটতলার ব্রিজ ভেঙ্গে যাওয়ায় চরম জনদুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। এই সড়কে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট ছোট যানবাহন। বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে সড়কটিতে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও সংস্কার করা হয়নি ব্রিজটি।
আজ ০১ আগস্ট ২০২৫ রোজ শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের অবস্থা খুবই নাজুক। যেকোনো মুহূর্তে ব্রিজটি ধ্বসে পড়ে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। আর এই ব্রিজের ওপর ঝুঁকি নিয়ে চলাচল করছে শিক্ষার্থী, নারী, শিশু-বৃদ্ধরা। ব্রিজের ওপরের অংশ ভেঙে গেছে, ফাটল ধরেছে পিলারে। ভারী বস্তু বা অন্য কিছু বহনের সময় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। এই ব্রিজ দিয়ে প্রতিদিন রেউই বাজারের লোকজনেরা বাঁশদহা বাজারসহ শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে পারাপার হয়।
স্থানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত সরকারের জনপ্রতিনিধিরা ভোটের সময় আশ্বাস দিয়ে আসলেও ভোট শেষে হয়ে গেলে তাদের আর দেখা মেলে না। যার ফলে এলাকার মানুষ চলাচলে সীমাহীন দুর্ভোগে পড়েছে। এছাড়া কৃষকের উৎপাদিত ফসল মাঠ থেকে বাড়ি নিয়ে আসতে অনেক অসুবিধায় পড়তে হচ্ছে। ঘটেছে একাধিক দুর্ঘটনা।