Wednesday, September 17, 2025

সাতক্ষীরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ০৬ ডিসেম্বর ২০২৪ রোজ শুক্রবার সকালে সাতক্ষীরা মুন্সিপাড়াস্থ কাজী শামসুর রহমান মিলনায়তনে এই দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে আগামী ২০২৪-২৬ সেশনের জন্য জেলা সভাপতি নির্বাচিত হন অধ্যাপক গাজী সুজায়েত আলী এবং অধ্যাপক মোঃ আব্দুল গফ্ফা কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট জেলা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
জেলা সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল সভাপতি, খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচিত সাবেক কাউন্সিলর মাষ্টার শফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলার প্রধান উপদেষ্টা জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নুরুল হুদা।
সম্মেলনে অধ্যাপক গাজী সুজায়াত আলী সভাপতি, সহ-সভাপতি অধ্যাপক আব্দুল জলিল, ও মাওলানা আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফফার, সহ সাধারণ সম্পাদক মোঃ আবু হোরায়রা ও মোঃ ফিরোজ আউয়াল, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল কুদ্দুস , সহ- সাধারণ সম্পাদক (মহিলা) মোছাঃ জেবুন্নেছা, সহ- সাংগঠনিক সম্পাদক হলো মাস্টার আমিনুর রহমান, কোষাধ্যক্ষ মাওঃ মশিউর রহমান, সহ-কোষাধ্যক্ষ মাওঃ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক মাস্টার মেহেরউল্লাহ, সহ দপ্তর সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ট্রেড ইউনিয়ন সম্পাদক মো: আইয়ুব হোসেন, সহ ট্রেড ইউনিয়ন সম্পাদক মোঃ আনওয়ারুল ইসলাম, প্রচার ও প্রযুক্তি সম্পাদক মাস্টার সালাউদ্দিন, সহ-প্রচার ও প্রযুক্তি সম্পাদক মাওঃ হাবিবুর রহমান, শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক শাহাজান, সহ-শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মাস্টার আব্দুর রশিদ, সহ-পাঠাগার ও প্রকাশনা সম্পাদক হাঃ মাওঃ আব্দুল মালেক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাও রুহুল আমিন , সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ লুৎফর রহমান, আইন আদালত সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, সাহায্য পুনঃবাসন সম্পাদক মেম্বর আব্দুর হাকিম, সহসাহায্য পুনঃবাসন সম্পাদক মাহামুদ হোসেন, কর্মসংস্থান সম্পাদক হাফেজ আব্দুর রব,সহ-কর্মসংস্থান সম্পাদক মাও মিজানুর রহমান, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাসুম খান চৌধুরী, সহ-চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাসুম খান চৌধুরী নির্বাচিত হন।
সম্মেলনে নতুন সভাপতিকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল সভাপতি মাষ্টার শফিকুল আলম। এরপর সব নির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত সভাপতি অধ্যাপক গাজী সুজায়াত আলী ।
সম্মেলনে প্রধান অতিথি মাষ্টার শফিকুল আলম বলেন, দেশে যত পেশা আছে সব পেশায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীদের অংশগ্রহণ থাকতে হবে। কোনে পেশায় যেন শ্রমিকরা হয়রানির শিকার না হয় সেটির প্রতি সজাগ থাকতে ফেডারেশনের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য। শ্রমিকরা দেশের মূল চালিকা শক্তি। শ্রমিকদের সম্মান দেওয়ার পাশাপাশি তাদের বিপদে আপদে সবাইকে পাশে থাকতে হবে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article