এসএম শহীদুল ইসলাম, সাতক্ষীরা : শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে শেখ ইসমাইল হোসেন (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ ২২ মে ২০২৪ রোজ বুধবার বেলা ১১টার দিকে নিজ বাড়িতে টেবিলফ্যানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানবশত তারে জড়িয়ে এ দূর্ঘটনা ঘটে। সে কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামে শেখ শাজাহান আলীর ছেলে।
পারিবারিকসূত্র মতে, মাদ্রাসা থেকে বাড়িতে ফিরে প্রচন্ড গরমে বৈদ্যুতিক ফ্যান চালু করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে গুরতর অসুস্থ হয়। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
