মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা মেডিকেল কলেজে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হলো জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
আজ ০১ আগস্ট ২০২৫ রোজ শুক্রবার বিকাল ৫টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শহীদ আবু সাঈদ টিম ও রানার্সআপ হয়েছে শহীদ আসিফ টিম।
ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ ও টুর্নামেন্টের সর্বোচ্চ গোল দাতা হওয়ার গৌরব অর্জন করেছেন সৌহার্দ্য (এসএমসি-১৩), ও ম্যান অফ দা টুর্নামেন্ট
হওয়ার গৌরব অর্জন করেছেন শহীদ আবু সাঈদ টিমের ক্যাপ্টেন শাহেদ (এসএমসি-১১)।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমসি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন, সাবেক চেয়ারম্যান মোর্শেদুল ইসলাম নাঈম (এসএমসি -০৯), বর্তমান চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন(এসএমসি-১০), বর্তমান পরিচালক সাব্বির আহমেদ সাকিব (এসএমসি-১১)।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো সম্ভব এবং ধরনের আয়োজন সমাজকে ইতিবাচক বার্তা দেয়।
অনুষ্ঠান শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।