Tuesday, November 4, 2025

সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের উদ্যোগে প্রান্তি ও রিপনকে সংবর্ধনা প্রদান

Must read

 

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে লেকভিউ এর পদ্মা হলে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটিরি সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, গোয়েন্দা সংস্থা ডিজিএফ আইর উপপরিচালক রেজাউল হক চৌধুরী প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক যুগের বার্তার সম্পাদক হাবিবুর রহমান হবি, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস, সাবেক পৌর কাউন্সিলর ও এরিয়ান্স ক্লাবের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক জুম্মা সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, হাফিজুর রহমান খান বিটু প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে অনূর্দ্ধ ২০ ও জাতীয় মহিলা ফুটবল দল এশিয়া কাপ কোয়ালিফাইড, ২১ শে পদক ও ইয়্যুথ ভলান্টিয়ার পদক ২০২৫ বাংলাদেশ মহিলা ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন মহাত্বা গান্ধী আন্তর্জাতিক শান্তি পদক প্রাপ্ত ২০২৪, ওয়েলফেয়ার এক্সিলেন্স জাতীয় পদক প্রাপ্ত ২০২৫, এক্সিলেন্স এসিভমেন্ট জাতীয় পদক ২০২৫ প্রাপ্ত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়। সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ইমাজিং স্পোর্টস কমেন্টেটরস পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদেরকে ক্রেস প্রদান করা হয়। অ্যাসোসিয়েশন খুলনা বিভাগ এ সময় জেলার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিবৃন্দ, জেলার বিভিন্ন ক্রীড়াঙ্গনের খেলোয়াররা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article