Saturday, August 9, 2025

সাতক্ষীরায় ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

Must read

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের (১ম ব্যাচ) উদ্বোধন করা হয়েছে। আজ ১১ নভেম্বর ২০২৪ রোজ সোমবার বেলা ১১ টায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) সাতক্ষীরা  জেলা কার্যালয়ের আয়োজনে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর হলরুমে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক গৌরব দাস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন  সাতক্ষীরা জেলা প্রশাসক  মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে  প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আর চাকারি নয়, উদ্যোক্তা হয়ে অন্যকে চাকরি দিতে হবে।  উদ্যোক্ত হতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। পণ্যের গুণগত মান, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, কঠোর পরিশ্রম করলে সফলতা আসবে। হতাশ হওয়া যাবে না।
 এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, বিসিক জেলা কার্যালয়ের কোর্স কো-অর্ডিনেটর পিযুষ ঘোষ, প্রমোশন কর্মকর্তা ওবায়দুর রহমান প্রমুখ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article